Saturday, August 15, 2015

Radio বাংলা Rock - make this week the best week of my life.

পশ্চিমবঙ্গ ছাড়ার পর , প্রথম রবিবার. পুনে তে রাত্রি বেলা রাস্তা দিয়ে হাটছি। যাদের সাথে হাটছি তারা বাঙালি বটে, কিন্তু বাংলা ব্যান্ড এর সম্পর্কে কিছুই জানেনা বিশেষ। মনে মনে ভাবছি আজ আর FM এ ROTR শোনা হবেনা আমার , রুপম দা আর hometask দেবে না - make this week the best week of your life. ROTR বকলমে জীবন থেকে চলে গেছিল। কিন্তু পুরোপুরি চলে যায়নি । সাইবার কাফে তে গিয়ে radio rip download করে শুনতাম। বাংলা ব্যান্ড থেকে বিচ্যুত হয়েও আমার বিচ্যুত হওয়া হলনা তাই । আমার মধ্যমেধা, আমার rooted নিম্ন মধ্যবিত্ততা, আমার বাংলা medium আমার মধ্যে বাংলা ব্যান্ড কে বাঁচিয়ে রেখেছিল। এখনো রেখেছে। আগামী দিনেও রাখবে। বিগত ৮ টা বছর একটাও বাংলা ব্যান্ড এর performance দেখিনি আমি. এই ৮ টা বছরে অনেক বাংলা ব্যান্ড জন্মেছে। আমার কাজ এর চাপ বেড়েছে, জীবন বদলায়নি,দায়িত্ব বেড়েছে হয়ত. কাল নিজেকে একটা task দিলাম। কতটা এই মধ্যমেধার তালেবর হয়েছি, কতটা আমি বাংলা ব্যান্ড connoisseur. 

চালিয়ে দিলাম radio বাংলা রক. একে একে গান বাজতে থাকলো। solo, ব্যান্ড, রক , না-রক. সুমন থেকে অঞ্জন, মহীন থেকে মিসিং লিংক। আরো আরো অনেক বাংলা গান যা কত দিন যে শুনিনি মনেই পরেনা। একজন বাংলা ব্যান্ড কর্মী একবার আমার সম্পর্কে বলেছিলেন - ছেলেটা বাংলা গান শুনেছে। confidence টা ছিলই। এর পর যা হলো তা সারি সারি goosebumps আর স্মৃতি রোমন্থন। সুদ্ধবাদী র মতে,এলিটিস্ট দের কানে যা বাংলা গান এর ধংস রোমন্থন। আজও আমি সব ব্যান্ড কে চিনি। তমাল এর joker চিনি, roadroller চিনি, ফিডব্যাক কে চিনি, নগর বাউল কে চিনি . এই passion টা চাই। শ্রোতা র থেকে চাই. যে গান চয়ন করছেন তার থেকেও। আমি এই connoisseur, connoisseur খেলা এ হেরে যেতে চাই. বিগত ১৩ বছর ধরে চেষ্টা করেও বাংলাদেশী ব্যান্ড eclipse এর 'এ কিসের আয়োজন' জোগার করতে পারিনি। রেডিও বাংলা রক এই গান টি আমাকে উপহার দিলে চির কৃতজ্ঞ থাকব। রুপম দা অনেক অনেক গান উপহার দিক,নতুন গান শোনাক - এটাই চাইব। অনেক মধ্হমেধা,ও মধ্য কান ওয়ালা শুভেচ্ছা রইলো। এবার রেডিও বাংলা রক কে শ্রোতা রাই taskদেবে - make this week the best week of my life.

No comments:

Post a Comment