
চালিয়ে দিলাম radio বাংলা রক. একে একে গান বাজতে থাকলো। solo, ব্যান্ড, রক , না-রক. সুমন থেকে অঞ্জন, মহীন থেকে মিসিং লিংক। আরো আরো অনেক বাংলা গান যা কত দিন যে শুনিনি মনেই পরেনা। একজন বাংলা ব্যান্ড কর্মী একবার আমার সম্পর্কে বলেছিলেন - ছেলেটা বাংলা গান শুনেছে। confidence টা ছিলই। এর পর যা হলো তা সারি সারি goosebumps আর স্মৃতি রোমন্থন। সুদ্ধবাদী র মতে,এলিটিস্ট দের কানে যা বাংলা গান এর ধংস রোমন্থন। আজও আমি সব ব্যান্ড কে চিনি। তমাল এর joker চিনি, roadroller চিনি, ফিডব্যাক কে চিনি, নগর বাউল কে চিনি . এই passion টা চাই। শ্রোতা র থেকে চাই. যে গান চয়ন করছেন তার থেকেও। আমি এই connoisseur, connoisseur খেলা এ হেরে যেতে চাই. বিগত ১৩ বছর ধরে চেষ্টা করেও বাংলাদেশী ব্যান্ড eclipse এর 'এ কিসের আয়োজন' জোগার করতে পারিনি। রেডিও বাংলা রক এই গান টি আমাকে উপহার দিলে চির কৃতজ্ঞ থাকব। রুপম দা অনেক অনেক গান উপহার দিক,নতুন গান শোনাক - এটাই চাইব। অনেক মধ্হমেধা,ও মধ্য কান ওয়ালা শুভেচ্ছা রইলো। এবার রেডিও বাংলা রক কে শ্রোতা রাই taskদেবে - make this week the best week of my life.